প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
কলাপাড়ায় লিজ জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবন্ধী সহ আহত- ২
কলাপাড়ায় লিজ জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবন্ধী সহ আহত- ২
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় লিজ জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবন্ধী ও তার মেয়েকে কুপিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১২ নং চম্পাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মধ্য চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে প্রতিবন্ধী ফজলুল হক এবং ফজলুল হকের মেয়ে ফজিলা বেগম। এদের মধ্যে গুরুতর অবস্থায় ফজিলা কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আলী আকবর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
আহত স্বজন সূত্রে জানা যায়, আলী আকবর পার্শ্ববর্তী নান্নু মাতব্বরের কাছ থেকে এক বছরের জন্য জমি লিজ নেয়। জমির এক বৎসর লিজের মেয়াদ শেষ না হতে জমি বুঝিয়ে দিতে বলে নান্নু মাতাবর । জমি তাকে বুঝিয়ে না দেওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষ নান্নু মাতব্বর, নান্নুর স্ত্রী জাহানারা বেগম, মেয়ে লাইজু বেগম সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে ফজলুল হকের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ফজলুর মেয়ে ফজিলা বাচাতে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় নান্নুর সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ফজিলা কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করেন।
ফজলুল হক জানান, আমি জমি এক বছরের জন্য লিজ নেই। এক বছর পূর্ণ হলে জমি ছেড়ে দেব। কিন্তু তার আগেই জমি ছেড়ে দিতে আমার উপরে হামলা চালায়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24