নলছিটি উপজেলার দপদপিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শিশু, নারী পুরুষ সহ পরিবারের ৪ জনকে হত্যার চেষ্টা পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত দশটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ফারুক হোসেনের ছেলে ফরহাদ, ফরহাদের স্ত্রীর শারমিন ও ১১ বছরের শিশু সাজ্জাদ এবং শাশুড়ি শেফালী বেগম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ফরহাদ জানান, দীর্ঘদিন ধরে মামাতো ভায়রা নাঈম রাড়ির সাথে মামাতো বোনের বিয়ের সূত্রপাত থেকে বিরোধ চলে আসছে। মামাতো বোনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয় নাঈম নারীর। ওই থেকে ফরহাদের উপর নাঈম ক্ষিপ্ত। এরই জের ধরে ঘটনার রাত দশটার দিকে পরিকল্পিতভাবে ফরহাদের উপর হামলা চালায় নাঈম ও তার সহযোগীরা। নাঈম, লোকমান, রুনা বেগম, কবির রাঁড়ী সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে ফরহাদকে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। এসময় ফরহাদের চিৎকারে স্ত্রী শারমিন ছেলে সাজ্জাদ ও শাশুড়ি শেফালী বাঁচাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন নাঈম সহ অন্যান্য সহযোগীরা। এদের মধ্যে শেফালীর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।