প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
মুলাদীতে পূর্ব শত্রুতার জের ধরে সেনা সদস্য সহ আহত ৭

বরিশাল মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ পরিবারের সাতজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ছয়টার দিকে নাতির হাট বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত ফজলে করিম ভূঁইয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন , দেলোয়ার হোসেনের ভাতিজা জামাল ভূঁইয়া, সাঈদ ভূঁইয়া, রফিক ভুইয়া, আব্দুল হক ভূঁইয়া, মজিবর ভুইয়া, সাইদুল ভূঁইয়া।
এদের মধ্যে গুরুতর দেলোয়ার জামাল ও সাঈদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সেনা সদস্য দেলোয়ার জানান, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ ইকবাল তালুকদার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
এরই জের ধরে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইকবালের নেতৃত্বে বাবুল রাঁড়ি, রুবেল, দুলাল, আলী, সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন সহযোগী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা দেলোয়ারের উপর অতর্কিত হামলা চালায়, এ সময় দেলোয়ার কে বাঁচাতে ভাতিজা জামাল ভূঁইয়া, সাঈদ ভূঁইয়া, রফিক ভুইয়া, আব্দুল হক ভূঁইয়া, মজিবর ভুইয়া, সাইদুল ভূঁইয়া আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বাবুলসহ অন্যান্য সহযোগীরা।
দেলোয়ার হোসেন আরো জানান, হামলার পর প্রতিপক্ষরা আমার ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় মুলাদী থানায় মামলা দায়েরের অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24