মঠবাড়িয়ায় তালাক দেয়াকে কেন্দ্র করে হামলা আহত- ১
মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নে কারিমা বেগম নামে এক নারীকে এলোপাথাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে তার তালাকপ্রাপ্ত সতীনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারী কারিমাকে স্থানীয় পরিবারের লোকজন উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন
কারিমা ওই এলাকার প্রবাসী মঞ্জু হাওলাদারের এর স্ত্রী।
আহত কারীমা জানান, কারিমার স্বামী মঞ্জুকে জোরপূর্বক ফাঁদে ফেলে মঞ্জুর আপন খালাতো বোন সুরমা বিয়ে করে। পরে মঞ্জু বিষয়টি বুঝতে পেরে সুরমা কে তালাক দেয়।
তালাক দেওয়ার পর থেকেই সুরমা প্রায় সময় মঞ্জুর প্রথম পক্ষের স্ত্রী কারীমা ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহপ্রান নাশের হুমকি দিয়ে আসছে ।
ঘটনা দিন গত বৃহস্পতিবার পূর্বপরিকল্পিতভাবে সুরমার নেতৃত্বে তার তার ভগ্নিপতি পুলিশ সদস্য ছগির, ভাগ্নি জামাই জাফর, এবং জাফরের স্ত্রী সনিয়া, জাফরের শাশুড়ি তাসলিমা, তাহমিনা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় কারিমার উপরে অতর্কিত হামলা চালায়।
স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বরিশাল মেডিকেলের রেফার করেন।
এ ঘটনায় মামলার পরিস্থিতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।