নলছিটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শ্যায়ালকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
নলছিটি উপজেলার নান্দিকাটি গ্রামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ শ্যালকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে।গত শুক্রবার রাত ৯ টার দিকে নান্দিকাটি বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মিরাজ হোসেনের স্ত্রী অন্তঃসত্ত্বা মুনিয়া আক্তার, এবং মুনিয়ার ভাই হৃদয় হাওলাদার। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মুনিয়া জানান, নয় মাস পূর্বে মোল্লারহাট মধ্যম কানদেবপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে মুনিয়ার সাথে নান্দিকাটি বাইপাস এলাকার আবু হাওলাদার এর ছেলে মিরাজের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাসখানেক পর থেকে মিরাজ তার স্ত্রীর কাছে মোটা অংকের যৌতুক দাবি করে আসছে।
এমনকি যৌতুক না দেওয়ায় স্ত্রী মুনিয়াকে তার বাবার বাড়ি ফেলে রেখেছে। কোন ধরনের খরচ না দিলে মুনিয়ার পরিবারের পক্ষ থেকে মিরাজের পরিবারকে জানানো হয়। কিন্তু স্বামী মিরাজ কোনভাবে সে কর্ণপাত করে না এবং আইনের নিয়মকানুন তোয়াক্কা না করে পাল্টা হুমকি প্রদান করে। স্থানীয় এক প্রভাবশালী নেতার দাপট দেখিয়ে মুনিয়ার পরিবারকে বিভিন্নভাবে অপদস্ত করে আসছে মিরাজ। মুনিয়ার ভাই হৃদয় বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ভগ্নিপতি মিরাজ আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে গত শুক্রবার রাত ৯ টার দিকে পরিকল্পিতভাবে মিরাজ ও তার সহযোগীরা শ্যালক হৃদয়কে শাষরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় বোন মুনিয়া বাঁচাতে আসলে তাকেও শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামী মিরাজ সহ অন্যান্য সহযোগীরা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।