পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলায় পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে জামায়াত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে।গত ১০ জুলাই বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ৩ নং ওয়ার্ড খারাকান্দা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম অমিত হাসান শুভ, সে ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে ও পাথরঘাটা উপজেলা পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক।বর্তমানে শুভ গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত শুভ জানান, রাজনৈতিক কোন্দলের জের ধরে অমিত হাসান শুভর সাথে প্রতিপক্ষ পাথরঘাটা উপজেলার কয়েকজন জামাত-শিবির নেতার সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শুভকে তার বাসার সামনে এসে জামায়াত -শিবিরের কয়েকজন নেতা কর্মী সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ও পরিবারের লোকজন আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে তাকে রেফার করা হয়।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম জানান, রাজনৈতিক কোন্দলের জের ধরে শুভকে হত্যার চেষ্টা কুপিয়েছে কিছু জামাত শিবিরের নেতাকর্মী সহ সন্ত্রাসীরা। এরাই এক সময় ছাত্রলীগের রাজনৈতিক সাথে জড়িত ছিল।
এই ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।