প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
চর কাউয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

চর কাউয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শহীদুল ইসলাম কে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।
১৬ জুলাই বুধবার বিকেল আনুমানিক চারটার দিকে কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শহিদুল ওই এলাকার কামিজ উদ্দিন সরদারের ছেলে ও একজন পোল্ট্রি ব্যবসায়ী।
আহত শহিদুল জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলাম ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আওয়ামী লীগের দোসর চর কাউয়া কৃষকলীগের সভাপতি ফারুক মজুমদার ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।
ঘটনার দিন বুধবার তুচ্ছ বিষয় নিয়ে ফারুক মজুমদারের ছেলে সজীব ও রাজীবের সাথে দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে সজীব, রাজিব ও তাদের বোন ফারজানা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় শহীদুলের উপর অতর্কিত হামলা চালায়।
বন্দর থানা পুলিশ আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24