কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জেলে আয়নাল হক কে এলোপাথারি ভাবে পিটিয়ে নাক ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৬ শে জুলাই শনিবার সকাল ১০ টার দিকে মেলা পাড়া গ্রামে ঘটনা ঘটে। আহত আয়নাল হক ওই এলাকার আজিজ খানের ছেলে। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
আহতের পরিবার সূত্রে জানা যায়, আয়নাল হকের কাছে প্রতিপক্ষ সিরাজ হাজির ছেলে ইসমাইল ধার হিসেবে ১ হাজার টাকা পায়।ঘটনার দিন শনিবার সকালে এক হাজার টাকার বদলে ইসমাইল ২ হাজার টাকা দাবি করে আয়নাল হকের কাছে।
এতে আয়নাল হক প্রতিবাদ করলে একপর্যায়ে আয়নালকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে নাক ভেঙ্গে দেয় ইসমাইল। স্থানীয় পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সাথে জানা যায়।