প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
বরিশালে নার্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশালে নার্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ওয়ালিদ হোসেন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বরিশাল বিজ্ঞ আদালতের যুগ্ন দায়রা জজ মোহাম্মদ কামাল খান গত ২৭ আগস্ট ২০২৪ নেগোশিয়েবল ইনস্ট্যান্ট এক্টর ১৩৮ ধারা মতে দোষী সাব্যস্ত করে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত করে, পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আদেশে আরো উল্লেখ করেন, কোনো হাজতবাস না থাকায় আসামি আদালতে আত্মসমর্পণ করা অথবা গ্রেফতার হওয়া যেটি আগে ঘটে সেই সময় থেকে তার সাজা কার্যকর হবে।সিনিয়র স্টাফ নার্স ওয়ালিদ হোসেন খান শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ওটি ইনচার্জ এবং তৃতীয় শ্রেণী মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসিন্দা। ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের আব্দুল গফুর খানের ছেলে।
মামলার বাদি মনসুর আলী জানান, পাওনা টাকা পরিশোধ করার জন্য ২০২৪ সালের ১৪ জানুয়ারি আসামি ওয়ালিদ হোসেন খান সোনালী ব্যাংকের মাধ্যমে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন। ১৪ ই ফেব্রুয়ারি সেটি ব্যাংকে জমা প্রদান করিলে ডিসঅনার হয়। পরে আসামিকে রেজিস্ট্রি ডাকযোগে লিগাল নোটিশ প্রদান করে। লিগ্যাল নোটিশের কোন জবাব বা টাকা পরিশোধ করেনি। পরবর্তীতে মনসুর আলী খান গত ১৮ই মার্চ ২০২৪ বাদী হয়ে ওয়ালিদ হোসেন খানের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নালিশি দরখাস্তখানা দাখিল করিলে আসামীর বিরুদ্ধে ১৩৮ ধারায় অপরাধ আমলে গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে মামলার নথি বিজ্ঞ যুগ্ন দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে পুনরায় অপরাধ আমলে গ্রহণ করে ১৩৮ ধারা গঠিত অভিযোগে ওয়ালিদ হোসেন পলাতক থাকায় পাট ও ব্যাখ্যা করে শোনানো সম্ভব হয় নাই। বিজ্ঞ যুগ্ন ধারা জজ আদালত আসামির বিরুদ্ধে সময় জারি করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় গত ২৭ আগস্ট ২০২৪ নেগোশিয়েবল ইনস্ট্যান্ট এক্টর ১৩৮ ধারায় বর্ণিত অপরাধী দোষী সাব্যস্ত করে আসামি ওয়ালিদ হোসেন খানের বিরুদ্ধে পাঁচ মাসের বিন আশ্রম কারাদণ্ডের দন্ডিত সহ ৫ লাখ টাকা জরিমানা করা হয়। রায়ের বিবরণে উল্লেখপূর্বক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে আদালত।
কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান জানান, পলাতক আসামিকে গত বৃহস্পতিবার বিকেলে মেডিকেলের তৃতীয় শ্রেণি কোয়াটারে সংবাদ পেয়ে ধরতে গেলে সিনিয়র স্টাফ নার্স ওয়ালিদ পালিয়ে যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24