প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
কাঠালিয়ায় তুচ্ছ ঘটনায় মহিলা দলের সভানেত্রীকে হত্যার চেষ্টায় হামলা

কাঠালিয়ায় তুচ্ছ ঘটনায় মহিলা দলের সভানেত্রীকে হত্যার চেষ্টায় হামলা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায বিএনপি'র মহিলা দলের সভাপতি জাকিয়া সুলতানা কে হত্যার চেষ্টায় হামলার অভিযোগ পাওয়া গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী শিউলি ও তার সহযোগিদের বিরুদ্ধে।গত শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের সোনাউঠা মাদ্রাসা বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত জাকিয়া সুলতানা কে পরিবারের লোকজন উদ্ধার করে কাঠালিয়া উপজেলা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। জাকিয়া ওই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ও কুদ্দুস মৃধার স্ত্রী ও ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের সভাপতি পদে রয়েছেন।
আহত জাকিয়া জানান, দীর্ঘদিন ধরে সরকার পতনের পূর্ব থেকে জাকিয়া সুলতানা ও তার পরিবারের উপর রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে আসছে ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভানেত্রী শিউলি ও তার সহযোগীরা। ঘটনার দিন শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাকিয়া সুলতানের উপর হত্যার চেষ্টা অতর্কিত হামলা চালায় শিউলি ও তার স্বামী শাহজাহান, ছেলে আকরাম সহ ২-৩ জন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজান মিরবাগ জানান, জাকিয়া সুলতানা তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএনপির সভানেত্রী পদে রয়েছে। তার ওপর আওয়ামী লীগের সভানেত্রী সহ তার সহযোগীরা হামলা চালিয়েছে। বিষয়টি নেককারজনক ।আমরা তার শাস্তি চাই।
চিকিৎসা শেষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান জাকিয়া।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24