বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড কাজিপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের মা-মেয়েকে কুপিয়ে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১০ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে সাতটর কাজীপাড়া প্রথম লেন নতুন সড়কের মধ্যে আফসানা মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী মাসুমা খাতুন এবং শহিদুল এর মেয়ে সানজিদা ইসলাম।
এদের মধ্যে গুরুতর মাসুমাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সানজিদা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত মাসুমা জানান, প্রায় আড়াই যুগ পূর্বে মাসুমাদের বাসার পাশে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন। বাসার সামনে ড্রেন থাকলেও বর্তমানে নতুনভাবে রাস্তা হয়। আর ওই রাস্তার পাশে মাছুমাদের জমি। কিন্তু প্রতিপক্ষ মুজিবুর রহমান স্বপন আমাদের জমির জবরদখল করার চেষ্টা চালায়। তাদের জমি পিছনে থাকার কারণে আমাদের সামনের জমিটা দখল করতে মরিয়া হয়ে ওঠে।
গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে জমি নিয়ে বিরোধের এক পর্যায় স্বপন তালুকদার ও তার ছেলে জাবেদ, তাদের সহযোগী মৃত রিপন তালুকদারের ছেলে জিসান, আরমান, মেহেদী, এবং জিহাদ, মামুন, লিনা আক্তার সহ অজ্ঞাতনামা ৭/৮ জন সহযোগী।
এই ঘটনায় আহতের স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে কোতায়ালী মডেল থানায় একটি অভিযোগ দেন।