প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
বরিশাল জাগুয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে
বরিশাল জাগুয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে
বরিশাল সদর উপজেলার জাগুয়ায় বিয়ের ৬ মাস পর সংসার না করা কে কেন্দ্র করে স্ত্রীকে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ১৯ আগস্ট মঙ্গলবার রাত বারোটার দিকে জাগুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আস্থাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্ত্রীর নাম মাসুমা বেগম ( ৩০)। সে ওই এলাকার জয়নাল সরদারের মেয়ে এবং সৈয়দ আলী শিকদারের ছেলে মাসুম শিকদারের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাসুমা জানান, প্রেমের সম্পর্কের টানে ২০ বছরের সংসার ছেড়ে গত ছয় মাস পূর্বে মাসুমা বেগমের সাথে একই এলাকার মাসুম শিকদারের বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর মাসুমার স্বামী মাসুম শিকদার তার প্রথম পক্ষের স্ত্রীর পক্ষ টেনে মাসুমাকে মানসিক নির্যাতন করেন। এমনকি সংসার না করার জন্য মাসুমাকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাননাশের নাসের হুমকি দেয়া হয়। তাছাড়া স্ত্রী মাসুমার কাছে মোটা অংকের যৌতুক দাবি করে।
আর এই ঘটনা কে কেন্দ্র করে ঘটনার দিন গত মঙ্গলবার রাত বারোটার দিকে মাসুমা বেগমের পূর্বের স্বামী বসির হাওলাদার সহ কয়েকজন সহযোগীকে নিয়ে মাসুম শিকদার স্ত্রীর বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে মাসুম শিকদার ও মাসুমার সাবেক স্বামী বশির হাওলাদার এবং তাদের সহযোগী, সৈয়দ আলী শিকদারের ছেলে জুয়েল, সোহরাব শিকদারের ছেলে নওশাদ, শওকত সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে মাসুমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ডাক চিৎকার করলে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে মাসুম সহ অন্যান্য সহযোগীরা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24