ভান্ডারিয়ায় থানায় ডায়েরি করার জেরে বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় হামলা
পিরোজপুরের ভান্ডারিয়ায় থানায় ডায়েরি করায় বিএনপি নেতা ফুল মিয়াকে হত্যার চেষ্টা হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে সোহেল মৃধা সহ দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে।গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দাওয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাজপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফুল মিয়াকে পরিবারের লোকজন উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফুল মিয়া ওই এলাকার মৃত ঈমান উদ্দিন সরদারের ছেলে ও ৫ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুল মিয়া ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষ মৃত খালেক মৃধার ছেলে সোহেল গং দের সাথে বিরোধ চলে আসছে।বিরোধপূর্ণ জমি নিয়ে সোহেল, রিহাব, বজলু প্রায় সময় ফুল মিয়াকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। এমনকি বিএনপিকে ব্যঙ্গ করে অশালীন আচরণ করে। নিরুপায় হয়ে বিএনপি নেতা ফুল মিয়া ভান্ডারিয়া থানায় সোহেল, রিহাব, বজলুর বিরুদ্ধে গত ২০ আগস্ট বুধবার একটি সাধারণ ডায়েরি করেন।আর এই ডায়রি করাকে কেন্দ্র করে গত ২০ আগস্ট বুধবার সাড়ে সাতটার দিকে রাজপাশা মসজিদের সামনে কালভার্ট সংলগ্ন স্থানে প্রতিপক্ষ সোহেল, রিহাব, বজলু সহ কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ফুলমিয়াকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।ফুল মিয়ার ডাক চিৎকারে স্থানীয় সাবেক ইউপি সদস্য হক মৃধা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।