আমতলীতে জমি নিয়ে মা ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
বরগুনার আমতলী উপজেলায় জমি বিরোধের জের ধরে মা ছেলেকে কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের ঘোপখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার খোকন হাওলাদার স্ত্রী জেসমিন বেগম এবং ছেলে রেজাউল।এদের মধ্যে গুরুতর অবস্থায় জেসমিনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং রেজাউল প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত জেসমিন জানান, দীর্ঘদিন ধরে জেসমিন ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী জাফর গাজীর ছেলে মাসুম ও তার পরিবারদের পূর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত শুক্রবার সকাল ১০টায় জেসমিনদের সাথে মাসুমদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে এক পর্যায়ে মাসুম ও তার সহযোগী জালাল, জাফর, খালেক, আবু সালেহ, নুরুন্নাহার, রোজিনা, আনোয়ারা, সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় জেসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় জেসমিনকে বাঁচাতে তার ছেলে রেজাউল আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে আহত করেন মাসুমসহ অন্যান্য সহযোগীরা। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এদের মধ্যে জেসমিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ হামলাকারী নুরুন্নাহার, আনোয়ারা, রোজিনা, আহত দেখিয়ে নাটকীয় কায়দায় বরিশাল মেডিকেলে ভর্তি হয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।