মঠবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মেরুখালী এলাকায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এদের মধ্যে গুরুতর অবস্থায় মাহবুবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্য মাহবুবের পিতা শাজাহান হাওলাদার ও ভাই রিপন হাওলাদার কে মঠবাড়িয়া প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।গত ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২ টার দিকে মিরুখালী নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে শাজাহান হাওলাদার ও তার পরিবারদের সাথে প্রতিবেশী হিরুমিয়া ও তার পরিবারদের পূর্বশত্রুতা চলে আসছে।শাহজাহানের জমি জোরপূর্বক ভাবে জবরদখল করার চেষ্টা চালায় হিরু মিয়া ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে শাজাহান এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে জানালে প্রতিপক্ষ হিরু ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়। এমনকি বিরোধপূর্ণ জমি নিয়ে প্রায় সময় শাজাহান ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার দিন শুক্রবার দুপুর ১২ টার দিকে জমি নিয়ে শাজাহান মিয়ার সাথে হিরু দ্বন্দ্ব হয়। এরই জের ধরে এক পর্যায় হিরু মিয়া ও তার ছেলে সোহেল, শাহাদাত, হিরু মিয়ার ভাই জহিরুল ইসলাম কিচলো সহ, অজ্ঞাতনামা সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা শাহজাহানের উপরে হামলা চালায়, তাকে বাঁচাতে ছেলে মাহবুব ও রিপন আসলে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ সোহেল হাসপাতালের নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।