কলাপাড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্য হারুন মৃধা সহ দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন সমুদ্র সৈকত কুয়াকাটা জিরো পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। এতে আইনজীবী আনোয়ারের কপালের উপর ধারালো অস্ত্রের কোপে ৮ /১০টি সেলাই লাগে। এছাড়া বাম চোখে মারাত্মক জখম হয়। আনোয়ার হোসেন কলাপাড়া নয়াকাটা ধুলাশ্বর সবুজ বাগ গ্রামের নওয়াব আলী হাওলাদার এর ছেলে ও আইনজীবী পেশায় রয়েছেন।
বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক।
আহত আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ২৮ বছর ধরে আনোয়ার হোসেন তার ৬-৭ একর জমির মধ্যে মাছের ঘের করে মাছ চাষ করে আসছেন। দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের মাছের ঘের থেকে স্থানীয় হারুন সহ তার সহযোগীরা দফায় দফায় মাছ ধরে নিয়ে যায়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়, চাঁদা চায়। এই ঘটনায় আইনজীবী আনোয়ার হোসেন বাদী হয়ে হারুন মৃধা ও তার সহযোগী, ইউসুফ মুন্সি, সহ ১০/১২ জন সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মহিপুর থানা ওসিকে নির্দেশ দেয়। যার জি আর নং ১৩৫/২৫।
কিন্তু থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উল্টা বাদী আইনজীবী আনোয়ার হোসেনকে মামলার জের ধরে হারুন মৃধা, ইউসুফ মুন্সী, তাদের সহযোগি তুহিন, সহ ২০-২৫ জন সন্ত্রাসী কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।