প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
কলাপড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার রহস্যের জট উন্মোচন!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল খলিফাকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার জট খুলতে শুরু হয়েছে। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাদশা মিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন কবিরকে ব্যবহার করে টাকা না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল খলিফা এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে জানালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে যুবদল নেতা হুমায়ুন কবির।ঘটনার দিন গত গত ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ৯ নং দুলাশ্বর ইউনিয়নের ভাবলাতলা বাজার দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে। ঐ দিন সাইফুল খলিফা তার ব্যক্তিগত কাজে বাসা থেকে বেরিয়ে বাবলাতলা বাজারে আসে। হঠাৎ আওয়ামী লীগ নেতা বাদশা এবং বাদশার ভাড়া করা সন্ত্রাসী যুবদল নেতা হুমায়ুন কবির, হুমায়ুনের ভাড়াটিয়া কিলার সিদ্দিক, অলিউল্লাহ, সহ একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাইফুল খলিফার উপরে হামলা চালায়। সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এলোপাথাড়িভাবে জখম করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন সেখানে তার অবস্থা অবনতি হলে মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
সাইফুল খলিফা জানান, আমি জমির ব্যবসা করি। ব্যবসার খাতিরে বাদশার কাছে ১ লাখ টাকা দেই এবং হুমায়ুন কবিরের কাছে ৪০ লাখ টাকা দেই। তারা দুজন ই আমার টাকা আত্মসাৎ এর চেষ্টায় আমার উপরে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা চালায়।আমি সুস্থ হয়ে আইনের আশ্রয় নেব।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24