মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে তিন ভাইকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকাল সাতটার দিকে দরিরচর খাজুরিয়া গ্রামের নিজ বাড়িতে ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার হোসেন আলী বয়াতির ছেলে জব্বার বয়াতি, মিন্টু বয়াতি, এবং সোহাগ বয়াতি। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জব্বার বয়াতি জানান, গত দুই মাস পূর্বে তাদের বাড়ির প্রতিবেশী মৃত হাতেম বয়াতির ছেলে কবির বয়াতি, সালাম বয়াতির ছেলে আলমাস বয়াতি, শাকিব বয়াতি, এবং শামীম বয়াতির ছেলে নিহাদ, তাদের সহযোগী ফখরুদ্দিন সহ কয়েকজন বরিশাল বন্দর থানা লাহাররাট এলাকা থেকে গরু চুরি করে বাড়িতে নিয়ে আসে। গরুর মালিক খোঁজদে খুঁজতে মেহেন্দিগঞ্জ এসে দরিরচর খাজুরিয়া থেকে গরু উদ্ধার করে। পরে প্রমাণিত হয় কবির, সাকিব, আলমাস, শামীম, সহ অজ্ঞাত কয়েকজন সহযোগীরা গরু চুরি করে নিয়ে আসে। এক পর্যায় তারা কবির বয়াতির ছেলে নিহাদ কে গরুরসহ ধরে নিয়ে যায়। গরু চুরি ধরা খাওয়ার বিষয়টি বাড়ির প্রতিবেশী জব্বার বয়াতি ও তার পরিবারকে সন্দেহ করে। কিন্তু জব্বার বয়াতির পরিবার থেকে জানানো হয় এ বিষয়ে তারা কিছুই জানেনা। আর এটাকে কেন্দ্র করে সাত অক্টোবর সকালে জব্বার বয়াতির সাথে কবির বয়াতি ও তার পরিবারের লোকজনের দ্বন্দ্ব হয়।এরই জের ধরে, ঘটনা দিন সকাল সাতটায় জব্বার বয়াতি ও তার ভাই মিন্টু বয়াতি এবং সোহাগ বয়াতি কে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়া এলোপাথাড়িভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন কবির বয়াতি, আলমাস বয়াতি, সাকিব বয়াতি, ফখরুদ্দিন বয়াতি, হৃদয় বয়াতি সহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা
যায়।