ঝালকাঠি জেলার সদর গোবিন্দ ধবন গ্রামে জমি বিরোধের জের ধরে ভাগিনা ফাহিমকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মামা নান্নু বেপারী সহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত শনিবার ২৭ ডিসেম্বর রাত ৯ টার দিকে গোবিন্দ ধবল বাজার রাস্তা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত ফাহিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাহিম ওই এলাকার মোশারফ সরদারের ছেলে ও একজন কৃষক।
আহত ফাহিম জানান, দীর্ঘদিন ধরে ফাহিম ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে মামা নান্নু বেপারী ও তার পরিবারদের বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে থানা আদালতে মামলা চলমান রয়েছে। ফাহিম দের জমি মামা নান্নু ও তার সহযোগীরা জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। জমি দখলে মরিয়া হয়ে ওঠে প্রায় সময় ফাহিম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার দিন গত শনিবার রাত 9 টায় ফাহিম গোবিন্দ দখল বাজার রাস্তা থেকে আসার পথে হঠাৎ তাকে অতর্কিতভাবে হামলা চালায় নান্নু ব্যাপারে ও নান্নুর মেয়ে জামাই তুহিন সহ ৬ -৭ জন দুর্বৃত্ত সন্ত্রাসী।
তবে ফাহিমকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় এই হামলা চালিয়েছে বলে পরিবার থেকে জানানো হয়। বর্তমানে ফাহিমের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।