প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
উজিরপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে

উজিরপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে
বরিশাল উজিরপুর উপজেলার হারতা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কাঠ ব্যবসায়ী মাসুম বিল্লাহ ও তার স্ত্রীকে পরিকল্পিতভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ব্যবসায়ীর সাথে থাকা নগদ এক লাখ ৬১ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখান অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত মাসুম বিল্লাহ উজিরপুরের সৈয়দকাটি গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলী বেপারীর ছেলে ও হারতা বাজারে কাঠ ব্যবসায়ী। এবং অপরজন তার স্ত্রী কুলসুম বেগম।আহত মাসুম বিল্লাহ জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মাসুম বিল্লাহ ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ শামসুল হক আকনের ছেলে মাহমুদ আখন গংদের সাথে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা মাসুম বিল্লাদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। বিরোধপূর্ণ জমি নিয় আদালতে মামলা করা হলে মাসুম বিল্লাদের পক্ষে আদালত রায় দেয়। কিন্তু প্রতিপক্ষরা আদালতের রায়কে উপেক্ষা করে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। ঘটনার দিন বুধবার ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে মাসুম বিল্লাহ ও তার স্ত্রী কুলসুম আর তা থেকে সৈয়দকাটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রায়ের বাজার নামক স্থানে হঠাৎ তাদেরকে পথরোধ করে প্রতিপক্ষ মানিক বেপারি সহ তাদের সহযোগীরা। এক পর্যায়ে মাহমুদের নির্দেশে মানিক, ফিরোজ, শফিক, জহির , মুবিন, বাবু, সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় মাসুম বিল্লাহ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। আহতদের ডাক চিৎকারে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার আঘাতে মাসুম বিল্লাহর পায়ে ও মাথায়, এবং তার স্ত্রী কুলসুমের কপাল ও পায়ে গুরুতর জখম হয়। তবে স্বামী স্ত্রী দুজনেরই দু পা ভেঙ্গে গেছে। অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24