বন্দর থানাধীন রায়পুরায় বাবা,সৎ মা, ও ছেলের হামলায় আহত নারী হাসপাতালে
বরিশাল বন্দর থানাধীন রায়পুরা গ্রামে পারিবারিক কলহের জের ধরে মেয়েকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বাবা এবং সৎ মা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।গত বুধবার বিকেল আনুমানিক তিনটার দিকে নিজ বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মেয়ের নাম বিউটি বেগম, সে ওই এলাকার ফজু আকনের মেয়ে এবং মিন্টু হাওলাদারের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বিউটি জানান, আমার মা মৃত্যুর কয়েক দিনের মাথায় বাবা ফজু আকন বিয়ে করে। বিয়ে করার পর থেকে সাত বছর ধরে আমার বাবা ও সৎ মা আমাদের উপর নির্যাতন করে আসছে। আমার পরিবার যাতে ভালো না থাকে সেজন্য আমার সৎ মা প্রায় সময় আমার পরিবারের উপর বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা এগুলা নিয়ে প্রতিবাদ করলে আমার বাবাকে কব্জা করে তার পক্ষে নিয়ে আমাদের উপর হামলা নির্যাতন চালায়।
ঘটনার দিন গত বুধবার বিকাল তিনটার দিকে পারিবারিক কলের জের ধরে আমার বাবা ফজু, সৎ মা তাসলিমা আমার ছেলে রাব্বি, অতর্কিতভাবে আমার উপরে হামলা চালিয়ে আহত করে।
আমি চিকিৎসা শেষে আইনের আশ্রয় নেব।