নিজস্ব প্রতিবেদক
গত ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলার শাপলার পশ্চিম সাতলা গ্রামের ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত প্রবাসী জুয়েল হাওলাদার কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জুয়েল ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে ও একজন প্রবাসী।
https://youtu.be/pPBjUfvvGvg
আহত জুয়েল জানান, দীর্ঘদিন ধরে জুয়েল প্রবাসে থাকেন, গত ৮ মাস পূর্বে বাংলাদেশে আসে। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে এলাকার একটি ঘের জবরদখল করে নেয় আ,লীগ নামধারী জাকির হাওলাদার রুবেল বালিশহ তাদের সহযোগী সন্ত্রাসীরা। বর্তমানে ওই ঘের উদ্ধার করে এলাকার সম্মিলিতভাবে জনগণকে নিয়ে মাছ চাষ করেন। বর্তমানে ওই ঘের জুয়েল পরিচালনা করেন।
গতকালকে মাছের ঘেরের ক্যাশিয়ার জাকির বালির কাছ থেকে খাবার কিনতে দুই লাখ টাকা নিয়ে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পশ্চিম সাতলা ব্রিজ সংলগ্ন স্থানে আসলে হঠাৎ তাকে পথরোধ করেন প্রতিপক্ষ জাকির হাওলাদার ও তার একদল সন্ত্রাসী।
এক পর্যায়ে আচমত আলীর ছেলে রুবেল বালির নেতৃত্বে জাকির হাওলাদার এবং তাদের সহযোগী নজরুল, কবির ,হালিম বালি, বেল্লাল, শাহিন, মাইনুল সহ ৮-১০ জন সহযোগী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় জুয়েল হাওলাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত জুয়েলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।।