নিজস্ব প্রতিবেদক
আহতের নাম, সোহেল বাহাদুর সে ওই এলাকার আব্দুল বারেক বাহাদুরের এর ছেলে ও ৩ নং স্বরূপকাঠি ইউনিয়ন শ্রমিক দল নেতা।
বর্তমানে গুরুতর অবস্থায় তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
https://youtu.be/szwR9JrvgKc
আহত সোহেল জানান, গতই ৫ই আগস্ট সরকার পতনের পর আউরিয়া গ্রামে মেহেদী তালুকদার নামে এক যুবক নিজেকে বিএনপি'র যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের আস্থাভাজন পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে। চাঁদাবাজির এমন প্রমাণ স্বরূপ সোহেল বাহাদুরের হাতে আসলে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
আর এটাকে কেন্দ্র করে মেহেদী তালুকদার ও তার সহযোগী মামুন ভূঁইয়া সহ দশ বারোজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে সোহেল বাহাদুর কে হত্যার চেষ্টায় পিটিয়ে মারাত্মক জখম করেন।
স্থানীয়রা জানান, মেহেদী তালুকদার একজন চিহ্নিত চাঁদাবাজ, তিনি দীর্ঘ বছর ধরে এভাবে চাঁদাবাজি করে আসছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।