প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
কাজিরহাট থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা এলাকায় জমির সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদা বেগম নামে এক নারীকে হত্যার চেষ্টা কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
২৬ শে অক্টোবর শনিবার সকাল দশটায় গুদিঘাটা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত মাসুদা কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাসুদা ওই এলাকার দুলাল হাওলাদার স্ত্রী।
আহতের ভাই আনিসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মাসুদা ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ হাসান হাওলাদার এর ছেলে হারুন হাওলাদার গংদের সাথে জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধারে হারুন হাওলাদার ও তার ছেলে জুবায়ের, জুনায়েদ সহ ১০-১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় মাসুদা কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে আহতদের সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24