প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
বরিশাল কুয়েত প্লাজায় মালিকপক্ষের জিম্মিদশায় ক্ষতিগ্রস্তের অভিযোগ ব্যবসায়ীদের

বরিশাল নগরীর শপিং মল কুয়েত প্লাজায় বিদ্যুৎ বিল বাণিজ্য ও ব্যবসায়ীক সমিতি গঠন করাকে কেন্দ্র করে মালিক পক্ষের জিম্মিদশায় ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ীরা।কয়েকদিন ধরে কুয়েত প্লাজায় মালিকদের সাথে ব্যবসায়ীদের মধ্যে চরম আকার ধারণ করছে।
মালিক পক্ষের অভিযোগ দখল হয়নি তবে ভাড়াটিয়া নামছে না। ওই ভাড়াটিয়াকে ডিড অনুযায়ী উকিল নোটিশ দেওয়া হয়।
অন্যদিকে অভিযুক্ত ভাড়াটিয়ার দাবি, তিনি ডিড অনুযায়ী সঠিক মত ভাড়া দিয়ে আসছেন। মালিকপক্ষ এখানে বিদ্যুৎ বিল দিয়ে অতিরিক্ত টাকা আদায়, ভাড়া বৃদ্ধি, সহ বিভিন্ন অনিয়ম কাজ করে। এছাড়া সম্প্রতি কুয়েত প্লাজায় সকল ব্যবসায়ীদের নিয়ে একটি সমিতি গঠন করা হয়। এতে মালিকপক্ষ আরো ক্ষুব্ধ হয়।
কুয়েত প্লাজার জি নাইন স্টলের ভাড়াটিয়া সারা ক্লোথ স্টোরের প্রোপাইটার রফিকুল ইসলাম জানান, কুয়েত প্লাজায় মালিকদের সাথে এখানের ব্যবসায়ী আল মামুনের সমিতি নিয়ে দ্বন্দ্ব হয়। কিন্তু দখলের বিষয়টি হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।অপর ব্যবসায়ী হারবালচার প্রোপাইটারের সাইদুল হক মনির জানান, কুয়েত প্লাজা দখলের অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা, সত্য নহে। মূলত এখানে হাতে বিদ্যুৎ বিল দেওয়া হয় এটা নিয়ে ব্যবসায়ী আল মামুন সাহেব প্রতিবাদ করেছেন এতে মালিকপক্ষের গায়ে লেগেছে। এছাড়া সম্প্রতি আমাদের সকল ব্যবসায়ীদের নিয়ে এখানে একটা কমিটি হয় এতেও মালিকপক্ষ ক্ষুব্ধ যে কারণে আল মামুন ভাইয়ের উপর মালিকপক্ষ ষড়যন্ত্র করছে।প্লাজার নিচ তলায় স্টেশনারি ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, মালিক পক্ষের রাখা ম্যানেজার এখানে বিউটি পার্লারে থাকা বিভিন্ন মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছিল। মামুন ভাই বিষয়টি জানার পরে মালিকপক্ষকে অবগত করেন। তাছাড়া ওই ভুক্তভোগী কোতোয়ালি থানা কে জানানোর পর এখানে পুলিশ আসে। প্রশাসন আসার বিষয়টি মালিকপক্ষ আল মামুন ভাইকে সন্দেহ করে তার উপরে ক্ষিপ্ত হয়।
ব্যবসায়ী আল মামুন জানান, আমি ডিডের চুক্তি অনুযায়ী রয়েছি। কোন ধরনের নিয়ম ভঙ্গ করেনি। কিন্তু মালিকপক্ষ তাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলাতে আমার উপরে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমাকে নামানোর জন্য তৎপরতা চালায়।
কুয়েত প্লাজার মালিক পক্ষের সভাপতি গোলাম মোস্তফা জানান, কুয়েত প্লাজা দখল কথাটি বলা যাবে না। তবে ভাড়াটিয়াকে ডিড অনুযায়ী নামার নোটিশ করা হয়েছে তিনি নামছে না আমরা কোথায় যাব। এজন্য আমাদেরকে মিডিয়ায় যেতে হয়েছে। তবে আমরা এটার একটা সমাধান চাই।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24