প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ণ
চাঁদার দাবিতে মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বরগুনার সদর পাতা কাটা গ্রামে চাঁদার দাবিতে আনোয়ার হোসেন নামে ৬৫ বছরের এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় পিটিয়ে তার ডান পা এবং ডান হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসীরা। ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত আনোয়ার হোসেন কে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়। আনোয়ার ওই এলাকার মৃত হাজী ইউসুফ আলীর ছেলে ও একজন মাছের ঘের ব্যবসায়ী। আহত আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে প্রতিপক্ষ দেলোয়ারের ছেলে কথিত বিএনপি নেতা ছগির হাওলাদার সহ তাদের সহযোগীরা। দাবীকৃত চাঁদা না দিলে আনোয়ার হোসেনের মাছের ঘেরে মাছ ধরতে দেবে না। এমন কি রাতের আঁধারে মাছ জাল পেতে ধরে নিয়ে যায়। প্রতিবাদ করলে হামলা মামলা এবং প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া চাঁদা না দেওয়া মাছের গের থেকে প্রতিপক্ষরা বিভিন্ন ফল ফলাদি নিয়ে যায়।
এসবের প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন সকাল সাড়ে সাতটায় আনোয়ার হোসেনের সাথে সগীরের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে ছগির ও তার ছেলে বাপ্পি, নোমান, ভাই কবির সহ অজ্ঞাত নামা দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন কে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায়। রড দিয়ে আনোয়ারকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করেন। এতে আনোয়ারের ডান পা ও ডান হাত ভেঙ্গে যায়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24