প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ
বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের,একই পরিবারের আহত- ৪

বানারীপাড়া প্রতিনিধি::
বরিশাল বানারীপাড়া উপজেলার চাখারে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সোনাহার গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত কাজী আব্দুল মুবারকের ছেলে কাজী শামসুল হক গাজী, শামসুল হকের স্ত্রী রেহেনা বেগম, মেয়ে সুবর্ণা আক্তার ও সুরাইয়া আক্তার।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে শামসুল হক গাজী ও রেহানার অবস্থা আশঙ্কাজনক। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন শেবাচিমের চিকিৎসক।
আহত শামসুল হক জানান, দীর্ঘদিন ধরে শামসুল হক ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে প্রতিপক্ষ মৃত কাদের কাজীর ছেলে শুক্কুর কাজী ও তার পরিবারদের ।
শামসুল হক গাজীর বসতবাড়ি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় শুক্কুর কাজী ও তার সহযোগীরা। এমনকি দখল করতে প্রায় সময় বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে শামসুল হক গাজীর পরিবারকে।
বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসন অবগত রয়েছেন। কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে প্রায় সময় শামসুল হক গাজী ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে।
ঘটনার দিন বৃহস্পতিবার ওই মিথ্যা মামলায় শামসুল হক গাজী ও তার স্ত্রী রেহানা বেগম এবং ভাই দেলোয়ার গাজী বরিশাল বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বাড়ির সামনে অতর্কিত ভাবে হামলা চালায় শুক্কুর কাজী এবং তাদের সহযোগী জুয়েল কাজী, এবায়দুল কাজী, ইউনুস কাজী, ইউসুফ কাজী, ছামির, রোজিনা, শিউলি, বকুল, সহ অজ্ঞাতনামা কয়েকজন। একপর্যায়ে শামসুল হক গাজী ও রেহানার ডাক চিৎকার ে মেয়ে সুবর্ণা ও সুরাইয়া আসলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং পাশাপাশি শীলতাহানির চেষ্টা করে।
স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে হামলাকারী শুক্কুর কাজী, জুয়েল কাজী ও ইউসুফ কাজী বানারীপাড়া হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়েছে বলে জানা যায়।
এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24