প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে পিটিয়ে আহত

নেতাকে কুপিয়ে পিটিয়ে আহত
উজিরপুর উপজেলার সাতলার শিবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামান মৃধা কে কুপিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ ই নভেম্বর শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ডগির খাল বাজার নামক স্থান এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত নুরুজ্জামানকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নুরুজ্জামান ওই এলাকার শামসুল হকের ছেলে ও সাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ।
আহত নুরুজ্জামান জানান,সাপলার ৩নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতি আব্দুল মজিদ দলীয় প্রোগ্রামের বিষয় নিয়ে নূরুজ্জামানকে ডেকে নেয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল চাইলে নুরুজ্জামান তা দিতে অপারগতা জানান। আর এটাকে কেন্দ্র করে আব্দুল মজিদ ও তার সহযোগী রফিক, আকরাম, বেল্লাল, সাইফুল, নাছির সহ অজ্ঞাত কয়েকজন নুরুজ্জামান কে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
নুরুজ্জামান আরো জানান, দল যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি আব্দুল মজিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24