পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি দখল করতে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টা কুপিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ইকবাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত ১৩ নভেম্বর বুধবার রাত দেড়টার দিকে ধাওয়ার ৪ নং ওয়ার্ড রাজপাসা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, এই এলাকার হায়দার আলী সরদার ও তার ছেলে নেছার উদ্দিন উজ্জ্বল।
বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত হায়দার আলী জানান, হায়দার আলীর ক্রয়কৃত জমি নিয়ে প্রতিপক্ষ ইকবাল সরদার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
ইকবাল সরদার ও তার সহযোগীরা হায়দারের জমিতে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায়। ঘটনার দিন বুধবার রাত একটার দিকে ইকবাল ও তার সহযোগী ইমন সরদার, মজিবর সরদার, নাজমুল সরদার, নজরুল সর্দারসহ অজ্ঞাত নামা ভূমিদস্যরা পরিকল্পিতভাবে হায়দার আলীর বসতঘরের বাউন্ডারির মধ্যে খালি জায়গায় ঘর তোলে। এ সময় বাধা দিলে
ইকবাল ও তার সহযোগী ইমন সরদার, মজিবর সরদার, নাজমুল সরদার, নজরুল সর্দারসহ অজ্ঞাত নামা ভূমিদস্যরা হায়দার আলী ও তার ছেলে নেসার উদ্দিন উজ্জ্বলকে হত্যার চেষ্টা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় মামলার পরিস্থিতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।