প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে রক্তাক্ত প্রবাসী সহ আহত- ৩
নিজস্ব প্রতিবেদক
বানারীপাড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে ও রক্ষা হলো না প্রবাসী গিয়াস উদ্দিনের। অভিযোগের চার ঘণ্টার মাথায় গিয়াস উদ্দিন সহ তার পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন প্রতিপক্ষরা। এমনকি বরিশাল মেডিকেল এসে গিয়াস উদ্দিনের স্ত্রীর উপরে অতর্কিত হামলা চালানো হয়।
https://youtu.be/EyjX08jCqJI?si=Z4m1nHQA-z3hcMHs
আহত গিয়াস উদ্দিন সৈয়দকাটি ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামের আমজাদ হোসেন খানের ছেলে ও একজন প্রবাসী। আহত অন্যান্যরা হলো, গিয়াস উদ্দিনের ছেলে আবিদ হোসেন ও স্ত্রী কাকুলি বেগম।
এদের মধ্যে গুরুতর অবস্থায় গিয়াস উদ্দিনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তরা হলো, একই এলাকার মুসলিম মল্লিকের ছেলে ইব্রাহিম মল্লিক, ইব্রাহিমের স্ত্রী কহিনুর বেগম, জব্বার মল্লিকের ছেলে সিরাজ মল্লিক, ইব্রাহিমের ভগ্নিপতি রিপন হাওলাদার, ইয়াকুব হাওলাদার,সহ অজ্ঞাতনামা কয়েকজন।
আহত গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন প্রবাসে থাকেন, দীর্ঘ ১০ বছর প্রবাসে থাকার পর চার মাস পূর্বে বাংলাদেশে আসেন। গত ৫ আগস্ট সরকার পতন হয়। এরপর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা ইব্রাহিম মল্লিক ও তার সহযোগীরা প্রবাসী গিয়াস উদ্দিন এর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় প্রায় সময় গিয়াসউদ্দিন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সব খুন জখমের হুমকি দেয়।
গিয়াস উদ্দিন স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করে গত শুক্রবার বানারিপাড়া থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেয়।
অভিযোগের চার ঘন্টা পর অভিযুক্ত ইব্রাহিম মল্লিক ও তার সহযোগী সিরাজ মল্লিক, রিপন, ইয়াকুব, কহিনুর বেগম অজ্ঞাতনামা কয়েকজন কয়েকজন গিয়াস উদ্দিন ও তার ছেলে আবিদ কে ইন্দের হাওলা ক্লাব সংলগ্ন স্থানে পেয়ে বাড়িতে ধরে নিয়ে যায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে গিয়াস ও আবিদ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে গিয়াস এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করেন। এদিকে গিয়াসের স্ত্রী কাকলি বেগম জানান, হামলাকারীরা হাসপাতালে এসে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার উপরে আক্রমণ চালায় এবং শ্লীলতাহানি করে।বর্তমানে গিয়াস ও তার পরিবার হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছে।
অন্যদিকে হামলাকারী ইব্রাহিম মল্লিক ও তার স্ত্রী মেয়ে সহ পরিবারের লোকজন বরিশাল মেডিকেলে নাটকীয়ভাবে ভর্তি হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24