প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের দুটি চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ
একুশের চোখ ডেক্স
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে আশরাফ আলী নামে এক বৃদ্ধের দুটি চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত আশরাফ আলী মির্জাগঞ্জ উপজেলা আন্দুয়া গ্রামের মৃত ইমন আলীর ছেলে ।
আহতের ভাই আফেজ উদ্দিন জানান, জমিজমা বিরোধকে কেন্দ্র করে আমার ছেলে আলামিন ও তার সহযোগী শাহাদাত, বধূনিগবান, সাগর সহ অজ্ঞাতনামা কয়েকজন ঘটনার দিন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আশরাফ আলীকে হত্যার চেষ্টায় অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করেন। হামলায় আশরাফ আলীর দুটি চোখ নষ্ট হয়ে গেছে। স্থানীয় পরিবারের লোকজন আশরাফ আলীকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেলে প্রেরণ করেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে কাতরাচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানিয়েছেন।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24