দুই ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশার বাকেরগঞ্জ- পটুয়াখালী মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সেলিম মল্লিক কে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেলিম মল্লিক রাঙ্গাবালী থানার রাঙ্গাবালী ইউনিয়ন দক্ষিণ কাজির হাওলা গ্রামের খালেক মল্লিকের ছেলে ও একজন মাছের ঘের ব্যবসায়ী। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
https://youtu.be/5ICXDGmnlr0
তারা ভূমি অধিগ্রহণকৃত জমির পার্টনারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধিতার কারণে
প্রায় সময় বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অভিযুক্তদের বাড়ি পটুয়াখালী সদরে হওয়ার কারণে তারা একটি আধিপত্য বিস্তার করে মূল স্বার্থ হাসিল করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে সেলিম মল্লিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালে মোস্তফা গংরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে সেলিম মল্লিক পটুয়াখালী থেকে ভাড়া মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলে বাকেরগঞ্জ ভরপাশা নামক স্থানে তাকে ৫ টি মোটরসাইকেল নিয়ে প্রতিরোধ করেন মোস্তফা সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা।
এক পর্যায়ে সেলিম মল্লিক কে অপহরণের চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
সেলিম মল্লিক আরো জানান, জমা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে আমাকে হত্যার পরিকল্পনা করে মোস্তফা সহ তার সহযোগীরা। ঘটনার দিন হত্যার টার্গেটে আমাকে অপহরণ করে তুলে নেওয়ার চেষ্টা চালায়। আমি যেতে না চাইলে এক পর্যায়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।