প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
বরিশাল বান্দরোড শাপলা ডায়াগনস্টিকে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত- ৫

বরিশাল বান্দ রোড মেডিকেল সংলগ্ন শাপলা ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে এই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নিপু শ্রাবণী সহ পাঁচ জন আহত হয়। আহত অন্যান্যরা হলো, রাইসুল ইসলাম নিশাত, আরমান ও রতন মন্ডল। এদের মধ্যে রাইসুল ইসলাম ও নিশাত কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
https://youtu.be/5mdFUBUxPeQ
আহত নিপু জানান,আমি শাপলা ডায়াগনস্টিক সেন্টার গত ৬ মাস ধরে ব্যবস্থাপনা পরিচালক পদে পরিচালনা করে আসছি। এতে করে প্রতিষ্ঠানটি সেবার দিক থেকে অনেক সুনাম অর্জন করে, পরীক্ষার গুনগতমান দিক থেকে ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এটাকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের সাবেক শেয়ার হোল্ডার শাহীন ও তার ক্যাডার বাহিনী আমাকে প্রায় সময় বিভিন্ন ভয়-ভীতি সব খুন জখমের হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে একাধিকবার বলা হলে এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় শাহীনসহ তার সহযোগীরা। ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টার পর পর শাহিন ও তার স্ত্রীর সপ্নার নেতৃত্বে শাহিনের ছেলে মেহেদি এবং ভাড়া করা সন্ত্রাসী বিকাশ, আরিয়ান সহ একদল সহযোগী আমার ডায়াগনস্টিকের ভিতরে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর, ও লুটপাট চালায়। এসময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের স্টাফ রাইসুল ইসলাম, নিষাদ, আরমান, রতন মন্ডলকে পিটিয়ে গুরুতর আহত করে। এবং ক্যাশ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি সংবাদ শুনে আসার পর আমার উপরও হামলা চালানো হয়।
নিপু আরো জানান, শাহীন ও তার সহযোগী মোখলেছুর রহমান স্বপন আমাকে প্রায় সময় উত্ত্যক্ত করে। এরা আমার পূর্ব পরিচিত। আমি শাপলা ডায়াগনস্টিক এককভাবে পরিচালনা করার বিষয়টি জানতে পারে আমার সাথে শত্রুতা সৃষ্টি করে। আমাকে প্রায় সময় শাপলা থেকে সরে যেতে বলে। এ ঘটনায় নিপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24