প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
বরিশাল নগরীতে জামিনে বের হয়ে আ,লীগ নেতা লিপ্টনের হুমকি..

বরিশাল নগরীতে জামিনে বের হয়ে আ,লীগ নেতা লিপ্টনের হুমকি..
বরিশাল নগরীতে জামিনে বের হয়ে সাক্ষী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ায় অভিযোগ পাওয়া গেছে লিপটন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ৪ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিএম কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার সাক্ষী গোলাম দস্তগীর মুরাদের ভাই আজাদ বলেন, বি এম কলেজ রোড কালমেঘা লজের ভিতরে সীমানা দেয়াল নিয়ে উপর থেকে ইট পরা কে কেন্দ্র করে বিধবা শামীমা আক্তার ও তার পরিবারকে হত্যার চেষ্টায় নির্যাতন ও হামলার অভিযোগে গত ৩ জানুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানা মামলা দায়ের হয়। যার মামলা নং ৪। ওই মামলার দুই নং আসামি মোস্তাফিজুর রহমান লিপ্টন কে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা এসআই মুহিদ হোসেন। আদালত থেকে জামিন নিয়ে লিফটন ও তার সহযোগীরা শনিবার বিকেল চারটার দিকে বিএম কলেজ রোডে মামলার সাক্ষীতে মুরাদের নাম থাকায় তার ভাই আজাদকে সাক্ষী না দিতে ও মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়।
এছাড়া আসামি লিপটন বরিশাল সদর রোড অনামিলেন বিএনপির অফিস ভাঙচুর এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৪৫ নং আসামি রয়েছে। লিপটন বিএম কলেজ রোড শেরে বাংলা স্কুল সংলগ্ন ধানসিড়ি লেন মৃত আজিজুর রহমানের ছেলে।
মামলার অন্যান্য আসামীরা হলো, লিফটনের ভাই ইমদাদুল হোসেন রিপন, তাদের ভগ্নিপতি মনিরুজ্জামান, সহযোগী বাপ্পি, জাকির, সহ ৫-৬ জন। অভিযোগ রয়েছে, লিপটন একজন ভূমিদস্য ও ভয়ংকর সন্ত্রাসী এবং আওয়ামী লীগ নেতা। ফ্যাসিস্ট সরকারের আমলে লিপটনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়।লিপ্টনের জামিনের খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24