প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে চারজনকে কুপিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

সকাল দশটায় উপজেলার বড় বগীর মোমেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো,ওই এলাকার হাজী আব্দুল আজিজ খানের ছেলে আব্দুল জব্বার, জব্বারের বড় ভাই খলিল আকন, প্রতিবেশী ভাই খলিল হাওলাদার, চাচতো ভাই আব্দুল জলিল। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক তালতলী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আব্দুল জব্বার ও খলিল হাওলাদার এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতাল পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আব্দুল জব্বার পরিবারের ক্রয় কৃত জমি নিয়ে প্রতিবেশী মৃত জেন্নাত আলী হাওলাদার এর ছেলে আনোয়ার মাওলানার পূর্ব শত্রুতা চলে আসছে। আব্দুল জব্বারদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় আনোয়ার মাওলানা গং। ফ্যাসিস্ট সরকারের আমলেও আনোয়ার মাওলানা ও তার সহযোগীরা ক্ষমতার দাপট দেখিয়ে জব্বার পরিবারের উপর অনেক জুলুম, অত্যাচার নিপীড়ন করে আসছিল। এমনকি তাদের জমি দখল করতে বিভিন্ন সময় খুন জখমেরও হুমকি দেয়। জমি দখলের চেষ্টায় পায়তারা চালালে তালতলী থানায় মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়। সেখানে থানা পুলিশ কর্মকর্তা আব্দুল জব্বার ও তার পরিবারকে ডাকলে তারা ঘটনাস্থলে আসেন। এই সুযোগে হঠাৎ প্রতিপক্ষ আনোয়ার মাওলানা, মোসলেম আলী হাওলাদার, নেছার সহ একদল ভূমিদস্য পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল জব্বার, খলিল হাওলাদার আব্দুল জলিল হাওলাদার, খলিল আকন আহত হয়। এই ঘটনায় তালতলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24