প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
বাউফলে অর্ধশত গাছ কর্তন -সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার, মদনপুরা পাল পাড়ার, বিশিষ্ট মৃৎশিল্পী বিশ্বেশ্বর পালের বাগান বাড়িতে অর্ধশত ফলজ ও বনজ বৃক্ষ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে একদল সন্ত্রাসীরা। পরে পুলিশের উপস্থিতি পেয়ে, সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। স্থানীয় শামসু মিয়া জানান, স্থানীয় সন্ত্রাসী ও মাদক সেবী উত্তম গাঙ্গুলী ও গৌতম গাঙ্গুলী, ছয় জন লেবার এনে ভোর ৭:০০ টায় বাগানবাড়িতে প্রবেশ করে, চাম্বল, মেহগুনি, গাব সহ অন্তত ৫০ টি বৃক্ষ, হাত মেশিন দিয়ে কেটে ফেলে। পরে, এই ঘটনায় বিশ্বেশ্বর পালের পুত্র শিশির পাল প্রথমে ৯৯৯ এ খবর দিলে ও বাউফল থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। পরে পুলিশ কাটা গাছগুলো জব্দ করে। বিশেশ্বর পালের পুত্র, বিশিষ্ট হস্তশিল্প ব্যবসায়ী, তরুণ পাল জানান, তাদের এক একর ৩৫ শতাংশ জমিতে, বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ লাগানো হয়েছে । এই বাগানবাড়িতে, উত্তম ও গৌতম গাঙ্গুলী অবৈধ প্রবেশ করে গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দিয়েছি। এই দুই ব্যক্তির বিরুদ্ধে, বাউফল থানায় মাদক অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাদের কর্মকান্ডে স্থানীয় মানুষ অতিষ্ঠ। তারা বিভিন্নভাবে, মানুষ কে হয়রানী করে, টাকা আদায় করে থাকে।
অভিযোগ পেয়ে, ঘটনাস্থলে উপস্থিত, বাউফল থানার সাব ইন্সপেক্টর, মো. সাহাবুদ্দিন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বহু গাছ ইতিমধ্যে কেটে ফেলেছে। আমরা উত্তম গাঙ্গুলীর লোকদের গাছ কাটতে নিষেধ করে, তাদের কি কাগজপত্র আছে তা নিয়ে থানায় আসার জন্য নির্দেশ দিয়েছি। উত্তম গাঙ্গুলী কে কাগজপত্র নিয়ে থানায় আসতে বললেও সে এখন পর্যন্ত আসেনি। আমরা এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে উত্তম গাঙ্গুলীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে বিশ্বেশ্বর পালের পুত্র শিশির পাল জানান, সন্ত্রাসী উত্তম ও গৌতম গাঙ্গুলীর বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার চেষ্টায়,আমরা বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছি।
এদিকে অর্ধশত গাছ কেটে ফেলে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড করায় উদ্বেগ প্রকাশ করেছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম। তিনি জানান এ ধরনের কর্মকাণ্ড, পরিবেশ বিরোধী, বিধ্বংসী। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।আমরা সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক এই বৃক্ষ কর্তনের নিন্দা জানাই।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24