প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও নির্যাতনের অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার চরাদিতে তুচ্ছ ঘটনার জের ধরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে অমানুষিকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে দেবর ও ঝাঁ,র বিরুদ্ধে। এ সময় তার সাথে থাকা গলার চেইন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চরাদি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা আহত সাবিনা আক্তার কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে ওই এলাকার প্রবাসী মানিক হাওলাদারের স্ত্রী।
https://youtu.be/RmMYzNLLHEo
আহত সাবিনা জানান, দীর্ঘদিন ধরে সাবিনা ও তার পরিবারের সাথে সাবিনার দেবর রফিক হাওলাদার ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। সাবিনার স্বামী মানিক প্রবাসে থাকার সুযোগে সাবিনাকে বাড়ি থেকে উৎখাত করার ষড়যন্ত্র করে আসছে রফিক ও তার পরিবারের সহযোগীরা। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে সাবিনাকে মারধর করে রফিক ও রফিকের স্ত্রী মুক্তা। এমনকি শ্লীলতাহানির ও চেষ্টা করে রফিক। তবে রফিকের স্ত্রীর মুক্তা জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়েছে কোন মারধরের ঘটনা ঘটেনি। সাবিনা র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সাবিনার স্বামী প্রবাসী মানিক মুঠো ফোনে জানান, আমার স্ত্রীর উপর হামলার ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাব।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24