প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জের দুর্গপাশায় শশুর ও পুত্রবধূকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশায় পূর্ব শত্রুতার জের ধরে শশুর ও পুত্রবধূকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেল তিনটার দিকে কাটাখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মৃত হাতেম আলীর শিকদারের ছেলে কাঞ্চন শিকদার ও কাউন্সিলের পুত্রবধু আসমা বেগম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ খোকন হাওলাদার ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে কাঞ্চন ও তার পুত্রবধূ আসমা কে হত্যার চেষ্টা পরিকল্পিতভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন প্রতিপক্ষ খোকন তাদের সহযোগী রুবিনা, শিপন, রুবেল, বশির, রিপন, ফারুক বিশ্বাস, মোহাম্মদ বিশ্বাস সহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে হামলাকারী রুবিনা, শিপন সহ তিনজন হাসপাতালের নাটকীয় কাদায় ভর্তি হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24