প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
কাঠালিয়ায় স্কুল ছাত্রকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখমের অভিযোগ
কাঠালিয়ায় স্কুল ছাত্রকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখমের অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুলছাত্রকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১২ ফেব্রুয়ারি সকাল ১২ টার দিকে উপজেলার আওড়া বুনিয়ার মোল্লারঠোঁডা নামক স্থানে এ ঘটনা ঘটে।আহতের নাম রাহাত হাওলাদার সে ওই এলাকার প্রবাসী খোকন হাওলাদার এর ছেলে ও কোটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
https://youtube.com/shorts/39Pkh9EK5N4?feature=share
আহত রাহাত জানান, রাহাতের ক্লাসমেট সাকিব,ও আরিফের সাথে দ্বন্দ্ব একই এলাকার নূরে আলম শিকদারের ছেলে রাহাত শিকদারের সাথে। গত জানুয়ারির মাসে ৮ তারিখ এলাকায় মাহফিল হয়। সেখানে রাহাত শিকদার ও তার লোকজন আহত রাহাতের বন্ধুদের উপর হামলার চেষ্টা চালালে রাহাত বাধা দেয়। ঘটনার দিন বুধবার সকালে রাহাত প্রয়োজনীয় কাজে মোল্লার ঠোঁটা নামক স্থানে যায়। হঠাৎ পূর্বের শত্রুতা কে কেন্দ্র করে রাহাত শিকদার ও তার বাবা নুরে আলম, তাদের সহযোগী, ফুহাদ, রিয়াদ সহ অজ্ঞাত কয়েকজন রাহাত হাওলাদারকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়
।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24