প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
বরিশাল শায়েস্তাবাদে তুচ্ছ ঘটনার জের, আহত- ১

ঘটনার জের, আহত- ১
বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানা দিন শায়েস্তাবাদ এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে দিবাকর বাইতুল নুর জামে মসজিদে সামনে ওই ঘটনা ঘটে।
আহতের নাম ইব্রাহিম হাওলদার। বর্তমানে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইব্রাহিম জানান, ইব্রাহিম ও তার পরিবারদের সাথে একই এলাকার কাদের হাওলাদারের ছেলে চুন্নূ হাওলাদার এবং চুন্নুর ছেলে ছাদের হোসেন রনি এবং ভাগিনা শাহাদাত ও তার পরিবারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।
গত শুক্রবার রাতের নামাজ পড়াকে কেন্দ্র করে ইব্রাহিমের সাথে শাহাদাতের দ্বন্দ হয়।
এরই জের ধরে একপর্যায়ে মসজিদে সামনে শাহাদাত, চুন্নু এবং চুন্নুর ছেলে রনি, এবং তাদের সহযোগী মঈন উদ্দিন সহ ৫-৬জন পরিকল্পিতভাবে পিটিয়ে ইব্রাহিমকে আহত করে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24