বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করল বিএনপি নেতা জিয়ার অনুসারীরা
জানা যায়, বরিশাল নগরীর রুপাতলী 'এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়' এর এডহক কমিটির প্রস্তাবনাকে কেন্দ্র করে উক্ত স্কুলের প্রধান শিক্ষক এডহক কমিটিতে স্কুলের প্রতিষ্ঠাতা মৃত. সালাম চেয়ারম্যান এর স্ত্রী রোকেয়া বেগমের নাম ০১ নম্বরে প্রস্তাব করেন এবং মহানগর বিএনপি'র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নাম ০২ নম্বরে প্রস্তাব করেন এবং স্থানীয় সমাজসেবক মো: মারুফ হোসাইন রয়েছেন ০৩ নম্বরে। জিয়াউদ্দিন সিকদারের অনুসারীরা তাদের বসের নাম ২য় অবস্থানে রয়েছে তা জানতে পারলে বোর্ড চেয়ারম্যানের রুমে ঢুকে এর জবাব চান।
তাদের উদ্দেশ্যে বোর্ড চেয়ারম্যান বলেন, বিভাগীয় কমিশনার মহোদয় আমার কাছে যে লিস্ট পাঠিয়েছে সেভাবে আছে। আমি এখনো কোন কমিটি'র অনুমোদন প্রদান করেনি।
এ সময় তারা বোর্ড চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করেন এবং জিয়াকে সভাপতি বানানোর জন্য চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাত টায় বোর্ড চেয়ারম্যান উক্ত কমিটি দেওয়ার আগে ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে বসার প্রস্তাব প্রদান করলে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে চলে যান।
বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ধরেননি তিনি।