গৌরনদীতে রাস্তায় নেয়াকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত- ২
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আতাহার ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মৃত আফসের ফকিরের ছেলে নজরুল ফকির ও তার পরিবারদের রাস্তা-নেয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলে আসছে।রাস্তা নেওয়া জের ধরে ঘটনার দিন সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষ নজরুল ফকির, জলিল ফকির, আজিবর ফকির, সহ তাদের সহযোগীরা আতাহারের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়, এ সময় বাধা দিতে গেলে নজরুল, জলিল, আজীবর, রুবেল, সবুজ, বাপ্পি, নান্টু, সাইফুল, আলামিন, অন্তর, মেহেদি সহ ১০-১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা আতাহারকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় আতাহারের স্ত্রী রাশিদা আসলে তার উপর হামলা চালায় নজরুল সহ অন্যান্য সহযোগীরা।
আতাহারের মেজো ছেলে জাহিদুল জানান, আমাদের বাড়িতে ঘরবাড়ি ভাঙচুলট পাঠিয়ে লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। হামলাকারীরা এলাকার ভয়ংকর সন্ত্রাসী, এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। আমরা প্রশাসনের কাছে কঠোর শাস্তি দাবী করছি।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ হামলাকারী নজরুল নাটকীয় কাদায় বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছে।