নিজস্ব প্রতিবেদক
মসজিদে ইফতার বন্টন করা কে কেন্দ্র করে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কাইয়ুম মুন্সী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত রবিবার রাত সাড়ে সাতটার দিকে মঙ্গল হাটা মৌচকবাজার বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার বিএনপি'র সাবেক ওয়ার্ড সদস্য মাসুম ও মাসুমের ছেলে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান।বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাসুম জানান, রবিবার বায়তুল মামুর জামে মসজিদে ইফতারের খেদমতে কাজ করেন মাসুমের ছেলে মেহেদী হাসান। সেখানে ভেজানো চিড়ায় লবণ কম হলে প্রতিপক্ষ কাইয়ুম মুন্সিসহ তাদের সহযোগীরা উত্তেজিত হয়ে যায়। এক পর্যায় মেহেদী হাসানকে মারধরের হুমকি দেয়। বিষয়টি নিয়ে মেহেদী হাসানের বাবা মাসুম জিজ্ঞাসাবাদ করলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে কাইয়ুম মুন্সী ও তাদের সহযোগী মনির মুনসি, আবুল মুন্সি, কাসেম মুন্সী সহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী পরিকল্পিতভাবে মাসুম ও তার ছেলে মেহেদী হাসানের উপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন কাইয়ুম মুন্সি সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদের মধ্যে মেহেদী হাসানের অবস্থা আশঙ্কাজনক। মেহেদী আছেন সরকার পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।