প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে অবঃ শিক্ষকসহ পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে আহত
মেহেন্দিগঞ্জে অবঃ শিক্ষকসহ পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে আহত
মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশির্ধো বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকসহ পরিবারের তিনজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২ রা মার্চ রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার চর একুরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত কোব্বাত আলি তালুকদারের ছেলে নজির আহমেদ তালুকদার, নজিরের স্ত্রী মমতাজ বেগম এবং ছেলে পলাশ তালুকদার।
এদের মধ্যে গুরুতর অবস্থায় নজিরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত নজিরের মেয়ে রোমানা জানান, দীর্ঘদিন ধরে নজির আহমেদ তালুকদার ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী নজিরের চাচাতো ভাই আব্দুল মতিন ওরফে মন্টু আমিন সহ তাদের পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। নজিরের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় মন্টু গং। বিষয়টি নিয়ে নজির ও তার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব প্রশাসনকে অবগত করা হলেও মন্টু আরো ক্ষিপ্ত হয়ে যায়। একাধিকবার উভয় পক্ষকে নিয়ে স্থানীয়রা সমাধানে বসলেও মন্টু সহ তাদের সহযোগীরা কোনভাবে সমাধানে আসেনি। বরং জমি জবরদখল করতে খুন জখমের হুমকি দিচ্ছে নজির ও তার পরিবারকে।
স্কুল শিক্ষক নজির মান সম্মানের দিকে চিন্তা করে বারবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়।
ঘটনার দিন গত রবিবার দুপুর ১২ টার দিকে জমির সংক্রান্ত বিষয় নিয়ে নজির সহ তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে হামলা চালায় মন্টু ও তার স্ত্রী পারুল বেগম, মেয়ে ফারজানা, আফসানা, সহ ১০-১২ জন সহযোগী সন্ত্রাসী। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের মধ্যে গুরুতর নজিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল রেফার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24