প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ
মায়ের একহাত ভেঙ্গে দিয়ে অন্য হাত ভাঙ্গার চেষ্টা, পুলিশ সদস্য সন্তানের বিরুদ্ধে অভিযোগ
মায়ের একহাত ভেঙ্গে দিয়ে অন্য হাত ভাঙ্গার চেষ্টা, পুলিশ সদস্য সন্তানের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মায়ের একহাত ভেঙ্গে দিয়ে অন্য হাত ভেঙ্গে দেয়ার হুমকির প্রতিবাদে মাকে লাথি মেরে জখম এবং বোনকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে পুলিশ সদস্য ছেলের বিরুদ্ধে।
গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অন্যান্য সদস্যরা বৃদ্ধা মা আসমা বেগম (৭০) ও মেয়ে দিনামনি (২৪) কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গুরুতর অবস্থায় দিনাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মা আসমা জানান, আমার বড় ছেলে আশিক একজন পুলিশ সদস্য। বরিশাল পুলিশ লাইনে কর্মরত রয়েছে। ছেলে আসিক তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। আমাদের সাথে দুর্ব্যবহার করে। প্রতিবাদ করতে গিয়ে গত জুলাই মাসে পিটিয়ে আমার ডান হাতটি ভেঙ্গে দেয় ছেলে আসিক। গত সাত মার্চ শুক্রবার তুচ্ছ বিষয় নিয়ে আমার ছেলে হুমকি দেয়"এক হাত ভাঙছি অন্য হাতে ভেঙ্গে দেব"এমন কথার প্রেক্ষাপটে আমার মেয়ে প্রতিবাদ করে বলেন, মায়ের উপরে হাত দিলে আমি কিন্তু সাক্ষী হয়ে অভিযোগ করব। আরে এটাকে কেন্দ্র করে মেয়ে দিনা মনিকে শ্বাসরোধ হত্যার চেষ্টা চালায় ছেলে আসিক। আমি বাঁচাতে গেলে আমাকে লাথি মেরে আহত করে। এমন কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে আমি আদালতে ন্যায়বিচার পেতে মামলা করব।
আহত দিনা জানান, আমার ভাই কিভাবে মায়ের গায়ে হাত দিতে পারে! মাকে পিটিয়ে এক হাত ভেঙ্গে দিয়েছে, অন্য হাত ভেঙ্গে দেয়ার হুমকিও দেয়। এমন ঘটনার আমি প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষীর কথা বললে আমার উপরে চড়াও হয়ে অমানুষিক নির্যাতন করে। আমাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় ।
এ বিষয়ে পুলিশ সদস্য আশিকের মুঠোফোনে বার বার ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24