বরগুনার পাথরঘাটা উপজেলায় জাকির খান নামে এক দিনমজুরকে হত্যার চেষ্টায় দুই হাত ও দুই পা কুপিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়াসহ চক্ষু উৎপাটনের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত ৬ মার্চ শুক্রবার উপজেলার পূর্ব রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতকে থানা পুলিশ উদ্ধারক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জাকির খান ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে ও একজন দিনমজুর।