বরিশাল বিমানবন্দর থানাধীন এলাকায় জমিতে পাইলিং করাকে কেন্দ্র করে দুই বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে কাশীপুরের সারসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার শুক্কুর মোল্লার মেয়ে আয়েশা ও সুমি।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ফুফু কমলা বেগম জানান, আমাদের জমিতে আমরা বাশের পাইলিং করি। এতে প্রতিপক্ষ খালেক মোল্লা ও তার ছেলে হাসান,, আরিফ মোল্লা বাধা দেয়। এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে খালেক হাসান আরিফ বাচ্চু শাজাহানসহ দুই তিন জন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা আয়েশা ও তার বোন সুমির উপরে হামলা চালায়।
এদিকে প্রতিপক্ষকে ফাঁসাতে হামলাকারী আরিফের মা পিঞ্জিরা ভাইয়ের স্ত্রী পারভিন ও বোন শারমিন হাসপাতালে নাটকীয়ভাবে ভর্তি হয়। বিষয়টি জানাজানি হলে পিঞ্জিরা সহ তাদের সহযোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এদিকে আহত সুমার বাবা হাসপাতালে মেয়েদের চিকিৎসা করাতে আসলে তাকে জরুরি বিভাগের সামনে বেদম মারধর করেন হামলাকারী আরিফ।
অভিযোগ রয়েছে আরিফ পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।