বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্বে নারীকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগ
বরগুনা জেলার সদর ৮ নং ইউনিয়নে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মরিয়ম বেগম নামে এক নারীকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে ৭ নং ওয়ার্ড নিজ বাড়িতে ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত কে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মরিয়ম ওই এলাকার দিনমজুর সেলিম মোল্লার স্ত্রী।
আহতের স্বজন সেলিম জানান, আমাদের জমিতে জোরপূর্বক রাতের আঁধারে বিল্ডিং তুলে আমার চাচাতো ভাই নজরুল মোল্লা ও তার সহযোগীরা। সেখানে আমরা বাধা দিতে গেলে এক পর্যায়ে দন্দ হয়। এরই জের ধরে ঘটনার দিন শনিবার রাত সাড়ে বারোটার দিকে নজরুল মোল্লা, আলমগীর, সোহাগ মোল্লা, সিফাত মোল্লা, আলমগীরের স্ত্রী হাসি, তাদের সহযোগী মার্জিয়া সহ ৫-৬ জন পরিকল্পিতভাবে মরিয়মকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
আহত মরিয়মের অবস্থা আশঙ্কাজনক। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ক করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে
জানা যায়।