প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ণ
নলছিটির দপদপিয়ায় থানায় অভিযোগ দেয়াকে কেন্দ্র করে বাদীকে কুপিয়ে জখম

ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হেলাল মল্লিক, তিনি ওই এলাকার মোশারফ মল্লিকের ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত হেলাল জানান, হেলাল মল্লিক তার বাড়ির সামনে দোকান দিয়ে মুদি ব্যবসা করে আসছে। প্রায় সময় এলাকার মকবুলের ছেলে বখাটে হৃদয় সহ কয়েকজন দোকানের আশেপাশে গাজা সেবন করে মাতলামি করেন। এছাড়া দোকান থেকে মালামাল নিয়ে বাকির কথা বলে। বিষয়টি নিয়ে যখন প্রতিবাদ করা হলে হৃদয়সহ তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জেরে গত সোমবার সন্ধ্যার দিকে মুদি দোকানদার হেলাল মল্লিকের মেয়ে অনিকা আক্তার ঐশী ও স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় হেলাল মল্লিক বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দেয়।
অভিযোগ দেওয়ার তিনদিন পর শুক্রবার জুমার নামাজের পর হেলাল মল্লিক মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন হৃদয়, ও তার বাবা মকবুল হাওলাদার, ভাই শামীম সহ অজ্ঞাত কয়েকজন।
স্থানীয় পরিবারের লোকজন আহত হেলাল মল্লিককে তাৎক্ষণিক উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মল্লিকের মাথায় কোপে দশটি সেলাইর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পিটানোর আঘাত রয়েছে।
আমাদের পরিবার এই বর্বরচিত হামলার বিচার চেয়ে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবী করছে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24