প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
রুপাতলীতে দোকান নিয়ে দ্বন্দ্বে মালিককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

রুপাতলীতে দোকান নিয়ে দ্বন্দ্বে মালিক
কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ভাড়াটিয়াকে দোকান ছেড়ে দিতে বলা কে কেন্দ্র করে দোকান মালিক সুমন সিকদারকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ।
গত ১৯ এপ্রিল শনিবার রাত ৯ টার দিকে আহমদ মোল্লা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পরিবারের লোকজন আহত সুমনকে উদ্ধার করে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি ওই এলাকার আয়নাল শিকদারের ছেলে।
আহত সুমন জানান, সুমন শিকদার এলাকার আফজালের ছেলে সিয়ামের নিকট তার একটি দোকান ভাড়া দেয়।
দোকানটি তার নিজের প্রয়োজনে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করে। আর এটাকে কেন্দ্র করে ঘটনার দিন শনিবার রাত ৯ টায় ভাড়াটিয়া সিয়াম সহ অজ্ঞাত নামা সাত আট জন সহযোগী পরিকল্পিতভাবে সুমন শিকদারের উপর অতর্কিত হামলা চালায়।। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। বর্তমানে সুমন শিকদার হাসপাতালে সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24